Latest News
শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ।। ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / ঝালকাঠিতে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ঝালকাঠিতে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে গাঁজাসহ মো. কাউয়ুম ওরফে সাইদুল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের রতন মার্কেটের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঝালকাঠি গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. মাইনউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রতন মার্কেট এলাকায় অভিযান চালায়। এ সময় একটি চায়ের দোকান থেকে কাউয়ুম ওরফে সাইদুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেহ তল্লাশী করে ২৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। সাইদুল ভোলার বাপ্তা এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তাঁর বিরুদ্ধে ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …