স্টাফ রিপোর্টার :
নলছিটি দলিল লেখক সমিতির প্রধান উপদেষ্টা, সুগন্ধা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহম্মদ মিজানুর রহমান মোল্লা ও নলছিটি নাগরিক ফোরামের সভাপতি মোহম্মদ সাইদুর রহমান মোল্লার বাবা আলহাজ্ব আব্দুল কাদের মোল্লা (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আবদুল কাদের মোল্লার নামাজের জানাজা শুক্রবার আসর বাদ সূর্য্যপাশায় নিজ বাড়ির মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। তাঁর জানাজার নামাজে সকল ধর্মপ্রাণ মানুষদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে নলছিটি প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …