Latest News
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ।। ২রা কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর উপহার নগদ টাকা পেলেন ৫ হাজার মানুষ

ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর উপহার নগদ টাকা পেলেন ৫ হাজার মানুষ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ঈদ উপলক্ষে দরিদ্র ও অসহায় ৫ হাজার ৫০ জনকে প্রধানমন্ত্রীর উপহার নগদ টাকা বিতরণ করা হয়েছে। রবিবার সকালে পৌরসভা চত্বরে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। পরে জনপ্রতি নগদ ৪৫০ টাকা করে তুলে দেন জেলা প্রশাসক মো. জোহর আলী। পৌরসভা কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে। পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। এ ছাড়াও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঈদের আগে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা পেয়ে খুশি পৌর এলাকার দরিদ্র মানুষ।
অনুষ্ঠানে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু বলেন, বিএনপি করোনাভাইরাস নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। করোনাকালেও তাঁরা মানুষের পাশে না থেকে সরকারের সমালোচনা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কথা চিন্তা করে ঈদের আগেই সহায়তা পৌঁছে দিয়েছেন। আওয়ামী লীগ সবসময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে, এটাই তাঁর প্রমান।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন, আহ্বায়কের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্নার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ …