Latest News
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ।। ২৩শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে আগুনে পুড়েছে বসতঘর

নলছিটিতে আগুনে পুড়েছে বসতঘর

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের ফয়রা গ্রামে আগুনে পুড়ে গেছে দুটি বসতঘর। শনিবার দুপুরে বিদ্যুতের শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে। আগুনে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই দুটি পরিবারের সদস্যরা।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে কুশঙ্গল ইউনিয়নের ফয়রা গ্রামের দিনমজুর আবদুল ছত্তার হাওলাদারের বসতঘরে বিদ্যুতের শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের ভাড়ায় মোটরসাইকেল চালক উজ্জল হাওলাদারের ঘরে। স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে আগুনে মালামালসহ বসতঘর দুটি পুড়ে যায়।
খবর পেয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন খরাতী ও ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন সিকদার ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস প্রদান করা হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …