স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এরা হলেন- সদরউপজেলার কেওড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু সাঈদ খান, নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম সেলিম ও রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া পারভেজ। বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এই তিনটি ইউনিয়নে একক প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলার কেওড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ খান ছাড়া কেউ মনোনয়নপত্র জমা দেননি। তাঁর মনোনয়নপত্র বৈধ হওয়ায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে তিনি। এদিকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে বুধবার নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুইজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে ওই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম সেলিম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এছাড়াও রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় গোলাম কিবরিয়া পারভেজ নির্বাচিত হতে যাচ্ছেন। আগামী ১১ এপ্রিল ঝালকাঠির চার উপজেলার ৩১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …