স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে প্রশাসন অভিযান চালিয়ে ৩২ শতাংশ সরকারি খাস জমি উদ্ধার করেছে। উপজেলার চরবহরমপুর মৌজায় সোমবার উপজেলা প্রশাসন এ উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত জমির বাজার মূল্য আনুমানিক অর্ধ কোটি টাকা বলে জানিয়েছেন কর্মকর্তারা। অভিযানের ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন বলেন, এ মৌজায় আরো খাস জমি অবৈধ দখলদারদের দখলে আছে, পর্যায়ক্রমে সব জমি উদ্ধার করা হবে। উদ্ধারকৃত জমিতে সরকারি ঘর নির্মাণ করে যাচাইবাছাই করে প্রকৃত ভূমিহীন ও গৃহহীন মানুষদের মাঝে বিতরণ করা হবে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …