Latest News
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সরঞ্জাম ব্যবহারের দাবি

নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সরঞ্জাম ব্যবহারের দাবি

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিক চিকিৎসা সরঞ্জাম ব্যবহার ও সেবার মান বৃদ্ধির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জন বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। সোমবার সকালে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় যুবক সাইফুল ইসলাম তুর্য ও এইচএম রিভান উপজেলাবাসীর পক্ষে এ স্মারকলিপি প্রদান করেন। ইউএইচএফপিও ডা. শিউলী পারভীন স্মারকলিপি গ্রহণ করেন।
স্মারকলিপিতে ওই যুবকরা জানান, নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনে প্রসূতি মায়েদের চিকিৎসার সকল ব্যবস্থা থাকলেও অজ্ঞাত কারনে তা ব্যবহার করা হচ্ছে না। সিজারিয়ান অপারেশন থিয়েটার থাকলেও ব্যবহার করা হয় না। যার কারনে বেসরকারি ক্লিনিকগুলো রোগীদের কাছ মোটাদাগে টাকা নিচ্ছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে অল্প আয়ের মানুষদের।
স্বারকলিপি প্রদানকারীরা বলেন, এখানে নতুন ভবনের বাথরুমসহ অন্যান্য পরিবেশ খুবই নোংড়া, যা রোগীদের ব্যবহারের অনুপোযোগী। তাই আমরা আগামী সাতদিনের মধ্যে সমস্যার সমাধান না পেলে স্থানীয় সংসদ সদস্য¡ আমির হোসেন আমু মহোদয়কে অবহিতকরণসহ কঠোর আন্দোলন গড়ে তুলবো।

জনতার কণ্ঠ 24 সংবাদ

আওয়ামী লীগের সভাপতির পদ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসাইন বাবুল মৃধা ইউনিয়ন …