Latest News
রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠি পৌরসভা নির্বাচন : মেয়র পদে তিনজনের মনোনয়নপত্র জমা

ঝালকাঠি পৌরসভা নির্বাচন : মেয়র পদে তিনজনের মনোনয়নপত্র জমা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি পৌরসভার নির্বাচনে মেয়র পদে তিনজন মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগ মনোনিত বর্তমান মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, দলের বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র আফজাল হোসেন রানা ও ইসলামী আন্দোল বাংলাদেশ’র প্রার্থী মো. হাবিবুর রহমান বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৬জন মনোনয়নপত্র দাখিল করেন। শুক্রবার যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম।
আগামী ১১এপ্রিল ইভিএম ব্যবহার করে এ পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পৌরসভার ৯টি ওয়ার্ডে ২২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। পৌরসভায় মোট ভোটার রয়েছেন ৩৯ হাজার ৬৩৬ জন। এর মধ্যে ২০ হাজার ১৬০ জন নারী ও ১৯ হাজার ৪৭৬ জন পুরুষ ভোটার রয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …