স্টাফ রিপোর্টার :
‘সোনার বাংলায় মুজিববর্ষে, সমাজকল্যাণ এগিয়ে চলে’ স্লোগানে ঝালকাঠিতে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় গ্রামীণ দুস্থ, অসহায় ও কর্মহীন নারীদের ক্ষমতায়নে ক্ষুদ্রঋণ কার্যক্রমের পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকা-সদস্যদের দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বুধবার শেষ হয়েছে। সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক স্বপন কুমার মুখার্জী প্রধান অতিথি ছিলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার এতে সভাপতিত্ব করেন। সমাজসেবার উপপরিচালক শাহপার পারভীন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি হেমায়েত উদ্দিন হিমু ছিলেন বিশেষ আলোচক। বক্তব্য দেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পল্লী মাতৃকেন্দ্র সংশ্লিষ্টরা প্রশিক্ষণে অংশ নেন। তাদেরকে মাতৃকেন্দ্রের আদর্শ, উদ্দেশ্য, দায়িত্ব, কর্তব্য, ক্ষুদ্রঋণ, আয়বর্ধক কর্মকান্ড প্রভৃতি বিষয়ে ব্যাপক ধারণা দেয়া হয়। সমাপনী অনুষ্ঠানে সংশ্লিষ্টদের হাতে পল্লী মাতৃকেন্দ্রের সাইনবোর্ড তুলে দেওয়া হয়।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …