Latest News
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ।। ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে দুই নৈশপ্রহরীকে বেঁধে সাত দোকানে চুরি

নলছিটিতে দুই নৈশপ্রহরীকে বেঁধে সাত দোকানে চুরি

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটি উপজেলার টেকেরহাট বাজার মঙ্গলবার রাতে দুই নৈশপ্রহরীকে বেঁধে রেখে সাতটি দোকানে চুরি করার অভিযোগ পাওয়া গেছে। দোকান থেকে চোরের দল নগদ তিন লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। বুধবার সকালে অচেতন অবস্থায় নৈশপ্রহরীদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার নাচনমহল ইউনিয়নের টেকেরহাট বাজারে মঙ্গলবার রাতে একদল চোর প্রবেশ করে। তারা বাজারে কর্তব্যরত দুই নৈশপ্রহরী ওহাব হাওলাদার ও আইজউদ্দিন হাওলাদারকে বেঁধে চেতনানাশক দ্রব্য দিয়ে অচেতন করে। এসময় সাতটি দোকানের তালা ভেঙে চুরি করে নগদ তিন লাখ টাকা নিয়ে পালিয়ে যায় চোরের দল। সকালে দোকানের মালিকরা এসে দুই নৈশপ্রহরীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে নলছিটি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, এ ব্যাপারে ব্যবসায়ীদের কাছ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যারাই এ কাজের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …