স্টাফ রিপোর্টার :
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলি পারভীনকে টিকাদানের মধ্য দিয়ে ঝালকাঠির নলছিটিতে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১টা থেকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচি চালু করা হয়। উদ্বোধনী দিনে স্বাস্থ্য কমপ্লেক্সের আরো কয়েকজন চিকিৎসকসহ রেজিষ্ট্রেশনকারী ৩০ জন করোনা প্রতিরোধের এ ভ্যাকসিন নেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাখাওয়াত হোসেন, নলছিটি পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল ওয়াহেদ খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও নবনির্বাচিত কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী দুলাল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলি পারভীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। নলছিটি উপজেলায় এ পর্যন্ত ১০৫ জন নিবন্ধন করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলি পারভীন বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে আমি প্রথম করোনার টিকা নিয়েছি। টিকা নেওয়ার পরে আমি সুস্থ আছি। সবাইকে রেজিষ্ট্রেশন করে টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …