স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মো. হিরু মোল্লা (২৩) নামে এক যুবককে এক বছরের সশ্রম কারাণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, পরিশোধ না করলে আরো তিন মাসের দণ্ডাদেশ প্রদান করা হয়।আজ সোমবার দুপুরে ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিতি ছিলেন। দণ্ডপ্রাপ্ত মো. হিরু মোল্লা ঝালকাঠি সদর উপজেলার ধানসিড়ি ইউনিয়নের মোফাজ্জেল মোল্লার ছেলে। রাস্ট্রপক্ষে মামলা পরিচালনা কারী সহকারী সরকারি কৌঁসুলি সঞ্জিব বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।
মামলার বিবরণে জানাযায়, ২০১৭ সালের ২৭ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭ টায় ঝালকাঠি শহরের কলেজ রোডের স্যাঙ্গুইন স্কুলের পাশে ১০টি ইয়াবা ট্যাবলেটসহ হিরুকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ব্যাপারে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শামীম হাওলাদার বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাক্ষ্য প্রমান শেষে এ রায় ঘোষণা করেন।