Latest News
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ফেনসিডিল পাচার মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ঝালকাঠিতে ফেনসিডিল পাচার মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ৮৩৭ বোতল ফেনসিডিল পাচার মামলায় মো. রাসেল পাটোয়ারি (২১) নামে এক যুবককে যাবজ্জীন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের দণ্ডাদেশ প্রদান করা হয়। রবিবার বিকেলে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ এ রায় ঘোষণা করেন। মো. রাসেল পাটোয়ারি যশোরের বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মো. সোলায়মান ওরফে সলেমানের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৯ জানুয়ারি রাত পৌনে ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‌্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালিগামী আকিজ ট্যান্সপোর্টের কভার্ডভ্যানে ধাওয়া করে। বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির নলছিটি উপজেলার জিরোপয়েন্ট এলাকার বেলি ফিলিং স্টেশনের সামনে কভার্ডভ্যান থামিয়ে তল্লাশী চালায়। এ সময় ৮৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‌্যাব। কাভার্ডভ্যানের ভেতর থেকে মো. রাসেল পাটোয়ারি পালানোর চেষ্টা করলে র‌্যাব তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে মো. রাসেল পটোয়ারি জানায় তামাক বহনকারি এই কভার্ডভ্যানে সে বিক্রির উদ্দেশ্য ফেনসিডিল পাচার করে নিয়ে যাচ্ছিল।
এ ঘটনায় বরিশাল র‌্যাব-৮ এর ডিএডি এ কে এম আবু হোসেন বাদী হয়ে নলছিটি থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত মো. রাসেল পাটোয়ারি মামলার বিচার চলাকালিন জামিন নিয়ে পলাতক রয়েছে। আদালত রাসেল পাটোয়ারির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …