Latest News
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ।। ৬ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে অনুসন্ধানী রিপোর্টিং প্রশিক্ষণ সমাপ্ত

ঝালকাঠিতে অনুসন্ধানী রিপোর্টিং প্রশিক্ষণ সমাপ্ত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে ঝালকাঠি সার্কিট হাউজে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জোহর আলী। পরে তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন। এর আগে গত ১৮ জানুয়ারি সকাল ১০টায় তিনি প্রশিক্ষণের উদ্বোধন করেন। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র মো. মাহাবুবুজ্জামান স্বপন ও পিআইবি কর্মকর্তা প্রশিক্ষণ সমন্বয়ক জিলহাজ উদ্দিন নিপুন। প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্তের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, প্রশিক্ষণার্থী কাজী খলিলুর রহমান ও সৈয়দা মাহফুজা মিষ্টি।
তিন দিনের প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, নিউ ইয়র্ক টাইমস’র স্ট্রিংগার জুলফিকার আলি মাণিক, সিনিয়র সাংবাদিক আলম রায়হান ও পিআইবি কর্মকর্তা প্রশিক্ষণ সমন্বয়ক জিলহাজ উদ্দিন নিপুন। ঝালকাঠি জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৩৫জন সংবাদকর্মী প্রশিক্ষণে অংশ নেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটির পূর্ব মালিপুর বাইতুস সালাম জামে মসজিদের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি পৌর এলাকার পূর্ব মালিপুর বাইতুস সালাম জামে মসজিদের নতুন কমিটি …