স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটি উপজেলার সরই গ্রামে সুগন্ধা নদীর তীরে অবৈধভাবে গড়ে তোলা একটি ইটের পাঁজা ধ্বংস করে দিয়েছে প্রশাসন। এ সময় পাঁজার মালিক আবদুল কাদেরকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার দুপুরে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাখাওয়াত হোসেন এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাখাওয়াত হোসেন জানান, সুগন্ধা নদীর তীরে পরিবেশ নষ্ট করে অবৈধভাবে একটি ইটের পাঁজা গড়ে তোলেন আবদুল কাদের। গোপন সংবাদের ভিত্তিতে ওই পাঁজায় অভিযান চালানো হয়। নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট পানি দিয়ে পাঁজাটি নষ্ট করে দেয়। পাঁজার মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধ করা হয়েছে বলেও জানান তিনি।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …