Latest News
সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / কাউন্সিলর প্রার্থীর নেতৃত্বে দুই যুবককে কুপিয়ে আহত

কাউন্সিলর প্রার্থীর নেতৃত্বে দুই যুবককে কুপিয়ে আহত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী খান জামাল উদ্দিনের নেতৃত্বে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কবির মুন্সির সমর্থক রাসেল মোল্লা ও মো. সেন্টু।
গুরুতর অবস্থায় আহত রাসেল মোল্লাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাসেল মোল্লার ভাই পারভেজ মোল্লা বাদী হয়ে নলছিটি থানায় একটি অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা যায়, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কবির মুন্সির পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় ক্ষিপ্ত হয় প্রতিদ্বন্দ্বি কাউন্সিলর প্রার্থী খান জামাল উদ্দিন। বৃহস্পতিবার বিকেলে নলছিটি শহরের পুরাতন পোস্ট অফিস সড়কে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুল ওয়াহেদ খানের সভায় অংশগ্রহণ শেষে বাড়ি ফেরার পথে খান জামাল উদ্দিন ও তার কর্মীসমর্থকরা রাসেল মোল্লা ও মোহাম্মদ সেন্টুর ওপর হামলা চালায়। হামলাকারীরা দুই যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …