স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য জি কে মোস্তাফিজুর রহমান ও তাঁর ভাই বরিশাল আইনজীবী সমিতির সদস্য এ কে এম মাহাবুবুর রহমান সেন্টুকে হত্যার হুমিকর অভিযোগ পাওয়া গেছে। জি কে মোস্তাফিজুর রহমানের মোবাইলফোনে এ হুমকি প্রদান করা হয়। এ ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে ঝালকাঠি আইনজীবী সমিতি মিলনায়তনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান রসুলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আসম মোস্তাফিজুর রহমান মনু, সৈয়দ হোসেন, অ্যাডভোকেট জি কে মোস্তাফিজুর রহমান, এম আলম খান কামাল, নাসির উদ্দিন কবির, সঞ্জিব কুমার বিশ্বাস ও গোলাম সরোয়ার লিটন।
সভায় বক্তারা জি কে মোস্তাফিজুর রহমানকে হত্যার হুমকি প্রদানের পর ঝালকাঠি থানায় সাধারণ ডায়েরি করার তিনদিন অতিবাহিত হলেও হুমকিদাতাকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেন আইনজীবীরা। অল্প দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন বক্তারা।
গত ৮ জানুয়ারি রাতে এক ব্যক্তি মোবাইলফোনে জি কে মোস্তাফিজুর রহমানের ফোনে কল করে হুমকি প্রদান করেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …