স্টাফ রিপোর্টার :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া কম্বল ঝালকাঠিতে এক হাজার শীতার্ত মানুষের মাঝে বিতরণ করেছে পৌরসভা কর্তৃপক্ষ। সোমবার সকাল ১০টায় পৌরসভা চত্বরে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর তরুণ কর্মকার, হুমায়ুন কবির খান, রফিকুল ইসলাম ও নাছিমা কামাল। কম্বল পেয়ে শীতার্তরা খুশি।
পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে শীতার্তদের মাঝে বিতরণের জন্য ঝালকাঠি পৌরসভায় এক হাজার কম্বল পাঠানো হয়েছে। কম্বলগুলো সোমবার থেকে পর্যায়ক্রমে গরিব মানুষের হাতে তুলে দেওয়া হবে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …