Latest News
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটি পৌর নির্বাচনে সতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

নলছিটি পৌর নির্বাচনে সতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (সতন্ত্র) ডা. এসকেন্দার আলী খান। রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের আবদুল ওয়াহেদ খান, বিএনপির মজিবুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মাওলানা মো. শাহজালালের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এছাড়া সাধারণ কাউন্সিলর ৪০ ও সংরক্ষিত কাউন্সির ১২ প্রার্থীর মধ্যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এদিকে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র মো. মাছুদ খানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সি। পরে জেলা প্রশাসকের কাছে আপিলেও তাঁর মনোনয়নপত্র টিকেনি। তবে তিনি নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছে। এতেও তাঁর মনোনয়নপত্র ফিরে না পেলে উচ্চ আদালতে যাবেন বলেও জানান মাছুদ খান।
১১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর এ পৌরসভায় আগামী ৩০ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নলছিটি পৌরসভা নির্বাচনে ২৪ হাজার ১০১ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ১২ হাজার ৫১ জন নারী ও ১২ হাজার ৫০ জন পুরুষ ভোটার রয়েছে। পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৩টি কেন্দ্রের ৭৯ বুথে ভোট গ্রহণ করা হবে বলে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আরিফুর রহমান জানিয়েছেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …