Latest News
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ।। ২৮শে ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে প্রতিবন্ধী শিশুদের কম্বল বিতরণ

ঝালকাঠিতে প্রতিবন্ধী শিশুদের কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিশুদের শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টায় শহরের ফকিরবাড়ি সড়কে বিদ্যালয়ের একটি কক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক মো. জোহর আলী। বিদ্যালয়ের অর্ধশত প্রতিবন্ধী শিশু কম্বল পেয়ে খুশি। এছাড়াও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জোহর আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

স্টাফ রিপোর্টার :  ঝালকাঠির নলছিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। …