স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে আকলিমা-মোয়াজ্জেম হোসেন ডে-নাইট গ্রাউন্ডশর্ট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে রবিবার রাতে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ১৪ দলের মুখপাত্র সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। তিনি বলেন, ক্রিকেট খেলার মধ্য দিয়ে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে। প্রশিক্ষণের মাধ্যমে আমাদের এলাকার ছেলেরা একদিন জাতীয় ও আন্তজাতিক পর্যায়ে ক্রিকেট খেলায় অংশ নেবে, এটা আমার বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুলাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, কাউন্সিলর তরুন কর্মকার, রেজাউল করিম জাকির ও হাফিজ আল মাহমুদ। টুর্নামেন্ট কমিটির আহবায়ক নুরুল আমিন খান সুরুজ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। যুবলীগ নেতা শফিকুল ইসলাম এ টুর্নামেন্ট পরিচালনা করছেন। উদ্বোধনী খেলায় এখনো হারিয়ে যায়নি দল ৩২টি চারের ব্যবধানে এস এম মোটরস দলকে হারিয়ে জয়লাভ করে। এ টুর্নামেন্টে মোট ২৮টি দল অংশ নিচ্ছে। ঝালকাঠি ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ টুর্নামেন্টের আয়োজন করে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ঝালকাঠিতে শেখ রাসেল স্মৃতি হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শেখ রাসেল স্মৃতি হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত …