স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে গৃহহীনদের প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ন প্রকল্পের অধীনে ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক-২ সাবিহা ইয়াসমীন। বৃহস্পতিবার সকালে তিনি উপজেলার চর উত্তমপুর এলাকায় সঠিকভাবে ঘর নির্মাণ হচ্ছে কিনা তা দেখতে যান।
জানা যায়, নলছিটি উপজেলার মাটিভাঙা এলাকা সংলগ্ন চর উত্তমপুর গ্রামে আশ্রয়ন প্রকল্পের অধীনে প্রধানমন্ত্রীর দেওয়া ৪০টি ঘর নির্মাণের কাজ চলছে। কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা দেখার জন্য প্রকল্পের পরিচালক-২ সরেজমিন পরিদর্শণে আসেন। এ সময় তাঁর সঙ্গে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাখাওয়াত হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন খরাতী উপস্থিত ছিলেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …