Latest News
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ।। ৬ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঝালকাঠিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঝালকাঠিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন করেছে জেলা প্রশাসন। শনিবার সকাল ১১ টায় জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান, এ স্লোগানে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। পরে অনুষ্ঠিত হয় সমাবেশ। জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা ও দায়েরা জজ মো. শহীদুল্লাহ ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। সমাবেশে জেলা প্রশাসক বলেন, সংবিধানের ২৪ অনুচ্ছেদের অধীন সব স্মৃতিসৌধের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের কর্তব্য। জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য, প্রতিকৃতি ও ম্যুরাল বাংলাদেশের স্বাধীনতা, ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের প্রতীক। তাই তাঁর ভাস্কর্য অবশ্যই সুরক্ষিত ও সংরক্ষণ করতে হবে। তিনি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা জানিয়ে বলেন, জাতির পিতার ভাস্কর্য ভাঙা স্বাধীনতার মূল্যবোধ ও জাতীয় চেতনার পরিপন্থি। এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান তিনি।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটির পূর্ব মালিপুর বাইতুস সালাম জামে মসজিদের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি পৌর এলাকার পূর্ব মালিপুর বাইতুস সালাম জামে মসজিদের নতুন কমিটি …