Latest News
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ ।। ১৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে তিন নারীকে জয়িতা সম্মাননা

ঝালকাঠিতে তিন নারীকে জয়িতা সম্মাননা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ তিন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মাহামুদা আক্তার, সফল জননী হোসনেয়ারা বেগম ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নুতন উদ্যমে জীবন শুরু করা ফাতেমা বেগম মুক্তাকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক আধিদপ্তর। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. আরিফুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী ও প্রেস ক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আলতাফ হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন কাঁঠালিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনোয়ারা বেগম ও সম্মাননাপ্রাপ্ত মাহামুদা আক্তার। আলোচনা সভা শেষে জেলা প্রশাসক জয়িতাদের ফুলেল শুভেচ্ছাসহ ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …