Latest News
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ ।। ১৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / কৃষি / নলছিটিতে করোনায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ধান, বীজ ও হাঁসের বাচ্চা বিতরণ

নলছিটিতে করোনায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ধান, বীজ ও হাঁসের বাচ্চা বিতরণ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে করোনায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক কৃষক ও কৃষানীদের মাঝে ধান, বীজ ও হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১টায় গৌরিপাশা স্বাধীন বাংলা উন্নয়ন সংস্থার কার্যালয়ের সামনে উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান কৃষক ও কৃষানীদের হাতে ধান, বীজ ও হাঁসের বাচ্চা তুলে দেন। স্বাধীন বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক পৌর কাউন্সিলর খান জামাল উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে ধান, বীজ ও হাঁসের বাচ্চা কিনে তা বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য খোন্দকার মজিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেন ও যুব উন্নয়ন কর্মকর্তা মাহামুদ আলম জোমাদ্দার বক্তব্য রাখেন।
কাউন্সিলর খান জামাল উদ্দিন জানান, তিনি নিজেই একজন কৃষক, তাই কৃষকের প্রতি তাঁর ভালবাসা রয়েছে। করোনাকালে কৃষকরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তিনি নিজের দুই একর জমির ধান কৃষকের মাঝে বিতরণের জন্য রেখে দেন। দুইশতাধিক কৃষককে জনপ্রতি ৫ কেজি ধান, দুই কেজি বীজ ও ৫টি করে হাঁসের বাচ্চা বিনামূল্যে বিতরণ করেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …