Latest News
বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ।। ৭ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / পৌরসভার ভোট ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হচ্ছে : সিইসি

পৌরসভার ভোট ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হচ্ছে : সিইসি

অনলাইন ডেস্ক : জানুয়ারি থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে যেসব পৌরসভার মেয়াদ শেষ হবে সেখানে আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পৌরসভার নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। আজ সোমবার নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

সন্ধ্যায় নির্বাচন কমিশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা মো. আশাদুল হক এনটিভি অনলাইনকে বলেন, ‘করোনার কারণে কোনো নির্বাচন আটকে থাকবে না। মেয়াদ শেষ হওয়া পৌরসভার ভোট ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হবে। বেশির ভাগ পৌরসভার মেয়াদ যেহেতু শেষ হয়ে যাবে তাই আগামী মে মাসের মধ্যে সেসব নির্বাচনও সম্পন্ন হবে। এ ছাড়া এ সময় স্থানীয় সরকার পরিষদের অন্য নির্বাচনও অনুষ্ঠিত হবে।’

সভা শেষে সিইসি বলেন, ‘আজ আমরা লম্বা মিটিং করেছি। এর মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন যেগুলো ডিউ হয়েছে, সেগুলো পরিচালনা করা, শিডিউল তৈরি এবং রিটার্নিং অফিসার নিয়োগ থেকে শুরু করে যেগুলো করণীয়, সেগুলো ঠিক করেছি। জানুয়ারি এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে যেসব নির্বাচন ডিউ হবে, সেগুলো হয়তো আমরা করে ফেলব, হয়তো ডিসেম্বরের শেষ দিকে। সেরকম প্রস্তুতি আমাদের আছে।’

 

 

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটির পূর্ব মালিপুর বাইতুস সালাম জামে মসজিদের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি পৌর এলাকার পূর্ব মালিপুর বাইতুস সালাম জামে মসজিদের নতুন কমিটি …