স্টাফ রিপোর্টার :
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের হাইস্কুল সড়ক থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। বিক্ষোভকারীরা ফ্রান্সের সমালোচনা করে নানা ¯েøাগান দেন। তাদের পণ্য বাংলাদেশে নিষিদ্ধসহ এ বিষয়ে সরকারের পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। মিছিল শেষে বাসস্ট্যান্ডে এক সমাবেশে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম দুলাল চৌধুরী, হাইস্কুল জামে মসজিদের ইমাম মুফতি হানযালা নোমানী, পুরাতন বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল কুদ্দুস ও উপজেলা ছাত্রলীগের সভাপতি দিদারুল আলম রায়হান। সভা থেকে ফ্রান্সের পণ্যের তালিকা করে, তা নিষিদ্ধের জন্য আগামী শুক্রবার জুম্মার পরে লিফলেট বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। নলছিটির সর্বস্তরের জনতার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
Home / জাতীয় / ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নলছিটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জনতার কণ্ঠ 24 সংবাদ
ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীজ রোপণ করেছিল বিএনপি : যুবদল সভাপতি
স্টাফ রিপোর্টার : যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের …