স্টাফ রিপোর্টার :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে শিশুখাদ্য বিতরণ করা হয়েছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু এমপির পক্ষ থেকে খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়। পৌরসভার ৯টি ওয়ার্ডের আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাধ্যমে শিশুখাদ্য বিতরণ করা হয়। রবিবার বিকেলে কোর্টরোডে পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদারের ব্যক্তিগত কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. লিয়াকত আলী তালুকদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন। উপস্থিত ছিলেন পৌরসভার ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। শেখ রাসেলের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করেন পৌর মেয়র। পরে নেতৃবৃন্দের হাতে শিশুখাদ্য তুলে দেওয়া হয় শিশুদের মাঝে বিতরণের জন্য।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …