Latest News
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ।। ২৩শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ফসলের ক্ষেত ও মাছের ঘের তলিয়ে ক্ষতি

ঝালকাঠিতে ফসলের ক্ষেত ও মাছের ঘের তলিয়ে ক্ষতি

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে সুগন্ধা ও বিষখালী নদীর পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি ঢুকে পগেছে শহরের রাস্তাঘাট, বসতঘর ও ফসলের ক্ষেতে। পানিতে তলিয়ে গেছে অর্ধশত মাছের ঘের। নদীর পানির সাথে পাঁচ দিনের টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মাছের ঘের ও ফসলের ক্ষেতে জমে থাকা পানি নামছে না। এতে বিপাকে পড়েছেন চাষী ও খামারিরা। সাগরে সৃষ্ট লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে নদীর পানি বেড়েছে এবং টানা বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
কৃষকরা জানিয়েছে, টানা বৃষ্টিতে রোপা আমন এবং আগাম রবি ফসলের ক্ষতি হয়েছে। ক্ষেত থেকে পানি দ্রæত না কমলে আমন ফসল মারত্মক ক্ষতির মুখে পড়বে। এছাড়া ফুলকপি, বাঁধাকপি, লালশাক, পালং শাকসহ শীতকালীন সবজি উৎপাদনও বাঁধাগ্রস্থ হবে।
এদিকে বিষখালী নদীর ভাঙা বেড়িবাঁধ দিয়ে সামান্ন জোয়ারে পানি ঢুকে পড়ে কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলার নদী তীরের গ্রামগুলোতে। একদিকে বৃষ্টির পানি অন্যদিকে জোয়ারের পানিতে শহর ও গ্রামের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় পানি ভেঙে যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …