Latest News
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ১৮০ পরিবারকে ঈদের বাজার দিবেন আ.লীগ নেতা রিজভী

১৮০ পরিবারকে ঈদের বাজার দিবেন আ.লীগ নেতা রিজভী

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে করোনায় দুর্বিষহ জীবন যাপন করছেন অনেক মানুষ। আয় হারিয়ে পরিবার নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কেউ। কারো ঘরে নেই ঈদের আনন্দ। কোরবানি দেওয়া-তো দূরের কথা, ঈদের দিনের বাজার করতে পারেনি এমন মুনাষের সংখ্যাও কম নয়। এসব মানুষের মুখে হাঁসি ফোটাতে ঈদের দিনের বাজার দিবেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস. এম. রুহুল আমীন রিজভী। শহরের ১৮০ পরিবারের তালিকা তৈরি করেছেন তিনি। এদের প্রত্যেককে গরুর মাংস, পোলাও চাল, তেল, পেঁয়াজ ও আলুর একটি প্যাকেট উপহার দিবেন রিজভী। এছাড়াও তিনি ঈদের দিন শহরের চারটি এতিমখানায় দুপুরের খাবার দিবেন। তাদের সঙ্গে নিজেও খাবার খাবেন বলে জানিয়েছেন তিনি। দোয়া করাবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্নার শান্তি কামনায়। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৪ দলের মুখপাত্র প্রবীণ আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর সুস্থতা কামনাও করা হবে দোয়া মোনাজাত। রিজভী রমজানেও ১৭৭ পরিবারকে পুরো একমাসের বাজার দিয়েছেন। ঈদের দিনে ৫৬৭ পরিবারকে একদিনের বাজার দিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি। কোরবানির ঈদে ২০০ জনকে শাড়ি, ১৭৫ জনকে লুঙ্গি ও ২০০ জনকে একটি করে থ্রিপিচ উপহার দিয়েছেন।
আওয়ামী লীগ নেতা রিজভী বলেন, মানুষের কল্যাণে আমি সবসময় নিবেদিত থাকতে চাই। করোনায় অনেক মানুষ অসহায় হয়ে পড়েছে, তাদের কথা চিন্তা করে আমি সামান্য উপহার দিচ্ছি। এর ফলে যদি তাদের ঈদের দিনে একটু আনন্দ হয়, এতেই আমার আত্নতৃপ্তি। আমি পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছিলাম। সবার দোয়ায় আমরা সুস্থ হয়েছি। আমি চাই প্রতিটি মানুষই যেন সুস্থ থাকে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …