স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় নিত্যানন্দ দত্ত (৮০) নামে একজন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে ৬ জন। আজ বৃহস্পতিবার সকালে ঝালকাঠি-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের রাজাপুরের পিংড়ি এলাকায় মাহিন্দ্রা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নলছিটি উপজেলার ষাইটপাকিয়া গ্রাম থেকে একটি মাহিন্দ্রা গাড়িতে করে রাজাপুরের কানুদাশকাঠি গ্রামের পল্লী চিকিৎসক সালাহউদ্দিন আহম্মেদের বাড়িতে যাচ্ছিল নিত্যানন্দ দত্তসহ আরো ৭ জন। পল্লী চিকিৎসক জ্বীন হাজির করে চিকিৎসা দিয়ে থাকেন। গাড়িটি পিংড়ি এলাকায় গেলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিত্যানন্দ মারা যায়। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, নিহত নিত্যানন্দ দত্ত নলছিটির ষাইটপাকিয়া গ্রামের বাসিন্দা।
ষাইটপাকিয়া গ্রামের শাহিন চৌধুরী বলেন, কানুদাশকাঠি এলাকায় এক ব্যক্তি জ্বীন হাজির করে চিকিৎসা দেন। খুব সকালে তিনি এ চিকিৎসা প্রদান করেন। খবর পেয়ে নিত্যানন্দ দত্তসহ স্থানীয় ৭জন একটি মাহিন্দ্রা গাড়িতে চিকিৎসার জন্য ওই বাড়িতে রওয়ানা হয়। পথে দুর্ঘটনায় নিত্যানন্দ মারা যায়। তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …