Latest News
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ।। ২রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে উপসর্গ নিয়ে মৃত গার্মেন্টকর্মীর করোনা শনাক্ত, নতুন করে একজন আক্রান্ত

নলছিটিতে উপসর্গ নিয়ে মৃত গার্মেন্টকর্মীর করোনা শনাক্ত, নতুন করে একজন আক্রান্ত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে জ্বর, শ্বাসকষ্ট ও বুকে ব্যাথা নিয়ে মারা যাওয়া নারায়ণগঞ্জফেরত গার্মেস্টকর্মী তছলিম খানের (৩৭) করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার সকালে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো নমুনা সংগ্রহের রিপোর্টে তাঁর করোনা পজিটিভ আসে। এছাড়াও নতুন করে আরো একজনের করোনা শনাক্ত হয়েছে। তাঁর বাড়ি নলছিটি উপজেলায়। এ নিয়ে জেলায় ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, পৌরসভার নাঙ্গুলী গ্রামের বাড়িতে গত রবিবার সকাল সাড়ে ৮টায় মৃত্যু হওয়া তছলিম খান গত ১৪ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে এসেছিলেন। অবস্থা গুরুতর থাকায় পরের দিন তাঁর নমুনা সংগ্রহ করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাকে হাসপাতালে ভর্তি হতে বলা হলেও, পরিবারের কেউ রাজি হয়নি। রবিবার সকালে অবস্থার অবনতি হলে বাড়িতে বসেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ওই গার্মেন্টসকর্মী ও আশেপাশের ১০টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। এদিকে নলছিটি উপজেলায় নতুন করে আরো একজনের করোনা শনাক্ত হয়েছে। তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক …