স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় নারায়ণগঞ্জ ও চট্রগ্রাম থেকে আসা দুইজনের করোনা শনাক্ত হয়েছে। বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো নমুনা সংগ্রহের রিপোর্টে তাদের করোনা শনাক্ত হয়। এ ঘটনায় ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে। এ নিয়ে জেলায় ১৭ জন করোনা আক্রান্ত হয়েছে বলে সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার জানিয়েছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত ১১ মে নারায়ণগঞ্জ ও চট্রগ্রাম থেকে দুইজন কাঁঠালিয়ায় আসে। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগ তাদের নমুনা সংগ্রহ করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। বুধবার রাতে তাদের রিপোর্টে করোনা পজিটিভ আসে। এ ঘটনায় তাদের বাড়িসহ আশেপাশের ১০ বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। তাদের বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …