Latest News
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ।। ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

নলছিটিতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

স্টাফ রিপোর্টার, নলছিটি :
ঝালকাঠির নলছিটিতে কমিনিউটি ডেভলপমেন্ট সেন্টারের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলার পাওতা মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়। সোশ্যাল অ্যাডভোকেসী অ্যান্ড নলেজডিসেমিনেশন ইউনিউটের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম আখতারুজ্জামান বচ্চু। এতে প্রধান আলোচক হিসেবে যোগদেন জাতীয় মানবাধিকার ইউনিট বরিশাল শাখার আইনজীবী কে এম জুবায়ের। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কোডেক’র নলছিটি উপজেলা প্রকল্প সমন্বয়কারী মিলন হালদার, কার্যক্রম কর্মকর্তা মো. বাবুল হোসেন, স্বাস্থ্যকর্মী মো. রাহাত হোসেন, কুলকাঠি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহিদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সমির কর্মকার ও ছাত্রলীগ সভাপতি শামিম রেজা প্রমুখ।