স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ছয় বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামী আদালতে আত্মসমর্পণ করেছে। ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ গাজী রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আত্মসমর্পণকৃত আসামীর নাম লিটন মোল্লা। সে রাজাপুর উপজেলার শুক্তাগড় গ্রামের নুরুল ইসলাম মোল্লার ছেলে। গত ৮ জুলাই আদালত তাকে ছয় বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক মাসের দণ্ডাদেশ প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২১ জুন বেলা আড়াটায় রোলা গ্রামের হালিমা খাতুন মহিলা মাদ্রাসায় পুলিশ অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ লিটন মোল্লাকে গ্রেপ্তার করে। রাজাপুর থানার এসআই আব্দুল কাইয়ুম বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পুলিশ লিটন মোল্লা, তার সহযোগী আলমগীর হোসেন ও শাহিন খন্দকার নামের আরও দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত শাহীন খন্দকার ও আলমগীরকে মামলা থেকে খালাস প্রদান করেন। লিটন মোল্লা এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।