স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে একটি শাঁখা-শঙ্খের দোকানে চুরি হয়েছে। শনিবার ভোরে শহরের স্টেশন রোডে দুর্গা শঙ্খ ভান্ডারে এ চুরির ঘটনা ঘটে। চোরের দল ওই দোকান থেকে পাঁছ লাখ টাকার শাঁখা-শঙ্খ চুরি করে নেয়। দোকানের মালিক জগবন্ধু নন্দি জানান, রাতে দোকান বন্ধ করে তিনি শহরের কাঁঠপট্টি এলাকার বাসায় চলে যান। সকাল …
বিস্তারিত »