Latest News
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ ।। ১৯শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে অনলাইনে তিন দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু

ঝালকাঠিতে অনলাইনে তিন দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু

স্টাফ রিপোর্টার
ঝালকাঠিতে সোমবার থেকে শুরু হয়েছে অনলাইনে তিন দিনব্যাপী ডিজিটাল মেলা। করোনা সংক্রমণ পরিস্থিতিতে এই প্রথমবারের মতো অনলাইনে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে জেলার ডিজিটাল কার্যক্রমকে জাতীয় তথ্য বাতায়নের মাধ্যমে নাগরিকদের কাছে উপস্থাপনের লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় প্রযুক্তি বিষয়ক তথ্য থাকছে। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের তথ্য উপস্থাপন করা হবে ডিজিটাল মেলায়। সোমবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনলাইনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। পরে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক। অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম ও সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. শামীম আহসান। সংযুুক্ত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, সহসাধারণ সম্পাদক কে এম সবুজ, কাঁঠালিয়ার শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপনসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা। মেলায় অনলাইনে সেমিনার, কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কুইজে অংশ নিতে নিচের লিংক দেখুন।

http://jhalakathi.gov.bd/site/view/digitalfair2020

জনতার কণ্ঠ 24 সংবাদ

ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …