Latest News
শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ ।। ২১শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঝালকাঠিতে জাতীয় পতাকা নিয়ে মুক্তিযোদ্ধাদের শোভাযাত্রা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঝালকাঠিতে জাতীয় পতাকা নিয়ে মুক্তিযোদ্ধাদের শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে জাতীয় পতাকা নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ট্রাকে চড়ে শোভাযাত্রা করেছেন বীর মুক্তিযোদ্ধারা। রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে নলছিটি উপজেলায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন ও নাজমুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার এবং এনডিসি মো. বশির গাজী। শোভাযাত্রায় জাতীয় পতাকা নিয়ে জেলার শতাধিক বীর মুক্তিযোদ্ধা অংশ নেন। শোভাযাত্রাটি নলছিটি উপজেলায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার দুলাল সাহা বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধারা তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবেন। এর মধ্যে প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে র‌্যালি ও সমাবেশ। জেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …