Latest News
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ ।। ১৪ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / স্বরাষ্ট্র সচিবের সুস্থতা কামনায় নলছিটিতে দোয়া

স্বরাষ্ট্র সচিবের সুস্থতা কামনায় নলছিটিতে দোয়া

স্টাফ রিপোর্টার :
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (জননিরাপত্তা বিভাগ) সচিব মো. আখতার হোসেনের সুস্থতা কামনা করে ঝালকাঠির নলছিটিতে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে শহর ও গ্রামের বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। নলছিটি পৌরসভার সাবেক মেয়র মো. মাসুদ খান ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক এবিএম জাহিদুল ইসলামের উদ্যোগে এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। মো. আখতার হোসেন এক সময় নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন। কর্মময় জীবনে নলছিটি ভালো কাজের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর সাফল্যের ধারাবাহিকতায় বর্তমানে তাকে স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব দেওয়া হয়। হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …