Latest News
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ।। ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / সারাদেশে উন্নয়নের মেগা প্রকল্প চলমান, তাই আবারো নৌকায় ভোট দিন : শিল্পমন্ত্রী

সারাদেশে উন্নয়নের মেগা প্রকল্প চলমান, তাই আবারো নৌকায় ভোট দিন : শিল্পমন্ত্রী

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, সারাদেশে উন্নয়নের মেগা প্রকল্প চলমান। বাংলাদেশকে আজ বিশ্ব বলছে উন্নয়নের রোল মডেল। আর এ রোল মডেল বজায় রাখতে শেখ হাসিনার নৌকায় ভোট দিতে হবে। আগামী ৩০ তারিখের নির্বাচনে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের মহাসড়কে থাকতে সবার প্রতি আহ্বান জানান শিল্পমন্ত্রী। আজ বুধবার সকালে ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম হাইস্কুল মাঠে পথসভায় তিনি এ আহ্বান জানান। পরে শিল্পমন্ত্রী নির্বাচনী এলাকা ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের হিমানন্দকাঠী ও নবগ্রাম হাইস্কুল মাঠসহ দুপুর পর্যন্ত ওই ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা আর উঠান বৈঠকে যোগ দেন। পথে পথে গণসংযোগ করেন।