স্টাফ রিপোর্টার :
সাংবাদিকতাকে ঢেলে সাজানোর জন্য দশম ওয়েজবোর্ড চালু করা প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক চৌধুরী। রবিবার বিকেলে ঝালকাঠি প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এই নেতা বলেন, ঢাকা ও মফস্বলের সাংবাদিকদের মধ্যে কোন পার্থক্য এখন আর নেই। জেলার সাংবাদিকরাও এখন টেলিভিশনে লাইভ করে। দ্রæততম সময়ের মধ্যে ই-মেইলসহ বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রেরণ করেন। সুতরাং ঢাকা আর মফস্বলের সাংবাদিকদের মধ্যে আমি কোন পার্থক্য খুঁজে পাই না।
ওমর ফারুক চৌধুরী বলেন, সাংবাদিকদের এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। সবার মতামত এক থাকতে হবে, তাহলেই ওয়েজবোর্ড বাস্তবায়ন হবে। আমরা আন্দোলন করে যাচ্ছি, যাতে সাংবাদিকদের বকেয়া বেতন আদায় করা যায়।
দশম ওয়েজবোর্ড বাস্তবায়ন করা হলে সাংবাদিকদের জন্য পেনশন ব্যবস্থা চালু করা হবে। এ জন্য আমরা কাজ শুরু করেছি।
ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খাইরুজ্জামান কামাল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান জলিল ও বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম স্বপন। অন্যদের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …