Latest News
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ।। ২রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার বিষয়ে নাগরিকদের মতামত ও অভিজ্ঞতা জানতে কমিউনিটি অ্যাকশন মিটিং

সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার বিষয়ে নাগরিকদের মতামত ও অভিজ্ঞতা জানতে কমিউনিটি অ্যাকশন মিটিং

স্টাফ রিপোর্টার : ঝালকাঠি সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নের লক্ষ্যে সেবাগ্রহীতাদের অংশগ্রহণে কমিউনিটি অ্যাকশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় সুতালরী সংলগ্ন স্থানীয় বেদে পল্লীতে উক্ত কমিউনিটি অ্যাকশন মিটিং অনুষ্ঠিত হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগি অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) সভার আয়োজন করে।

সদর হাসপাতালে সেবা গ্রহণ করতে গিয়ে সেবাগ্রহীতা বা নাগরিকদের অভিজ্ঞতা, মতামত, অভিযোগ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় উক্ত সভায়। কয়েকজন ডাক্তার ও স্টাফদের সুনামের পাশাপাশি হাসপাতালের কোনো কোনো ডাক্তার, নার্স বা স্টাফদের অসহযোগি মনোভাবের কারণে স্বাস্থ্যসেবা সঠিকভাবে পেতে ব্যর্থ হন বলে জানান নাগরিকগণ। চিকিৎসা সেবা পেতে ধাপে ধাপে যে ভোগান্তি ও হয়রানীর স্বীকার হন সে বিষয়গুলোও সভায় নাগরিকগন তুলে ধরেন। বিশেষজ্ঞ ডাক্তারের সংকট, হাসপাতালে রোগীদের প্রয়োজনের তুলনায় বেশি টেস্ট করতে দেয়া, বেসরকারী ডায়াগনিস্টিক সেন্টারে টেস্ট করতে নির্দেশনা, হাসপাতালের বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষার যন্ত্রপাতি নষ্ট, বেসরকারী ডায়াগনিস্টিক সেন্টার এর দালালদের উৎপাত, হাসপাতালের সমাজসেবা বিভাগের সুবিধা রোগীদের না পাওয়া ইত্যাদি বিষয়গুলো সভায় তুলে ধরেন তারা।
অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) সমন্বয়ক আরিফুর রহমান রায়হানের সঞ্চালনায় সভায় স্থানীয় নাগরিকগণ ছাড়াও উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটির (সনাক) স্বাস্থ্য বিষয়ক উপকমিটির যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম তালুকদার, অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) সমন্বয়ক সহ সমন্বয়ক এনি, মো. আরিফ সরদার, অলক কুমার সাহা, সুমাইয়া আক্তার, সুব্রত সাহা, নুসরাত জাহান বৃষ্টি, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের রিমন মাহমুদ, তামান্না ইসলাম, মো. শাহারিয়া পাপন, রাইহানা দিনা, জান্নাতুল ফেরদৌস, সুমাইয়া সাহারিন, সনিয়া আক্তার, এবং ইন্টার্ন কাকন আক্তার, আরিফুল ইসলাম আকাশ। এসময় টিআইবি’র খুলনা ক্লাস্টারের কোঅর্ডিনেটর মো. ফিরোজ উদ্দিন ও এরিয়া কোঅর্ডিনেটর মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের নলছিটি উপজেলার শাখার আয়োজনে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ …