অনলাইন ডেস্ক : ভারতের নয়াদিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলন শেষ হলো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর সভাপতিত্বের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে তুলে দিলেন ব্রাজিলের প্রেসিডেন্টের হাতে। তবে মোদি জানিয়েছেন, আগামী নভেম্বর পর্যন্ত ভারতই জি২০-র সভাপতি থাকবে। তখন একটা ভার্চুয়াল শীর্ষ বৈঠক করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। তা গৃহীত হয়েছে। সেই বৈঠকে এই শীর্ষ সম্মেলনের পর্যালোচনা করা হবে। ফলে জি২০-র সভাপতি দেশ হিসেবে ভারত আরো একটি ভার্চুয়াল শীর্ষ বৈঠক করবে। নতুন সভাপতি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা বলেছেন, ‘আমরা এখনো এমন একটা সময়ে বাস করি, যেখানে লাখ লাখ মানুষ ক্ষুধার্ত থাকে। যেখানে স্থায়ী উন্নয়নকে বিপদের মুখে পড়তে হয়। তবে আমরা এই সব সমস্যার মোকাবেলা করতে পারব, যদি আমরা অনৈক্য দূর করতে পারি। আয়, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, খাদ্য, লিঙ্গ, ও জাতিগত অনৈক্য দূর করতে হবে।’ মোদি আরো বলেছেন, আফ্রিকান ইউনিয়নের জি২০ সদস্য হওয়াটা খুবই বড় ব্যাপার। ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘জাতিসংঘের মতো সংগঠনগুলোকে সময়ের বাস্তবতা মেনে নিয়ে বদল করতে হবে। যারা সময়ের সঙ্গে বদলায় না, তাদের প্রাসঙ্গিকতা শেষ হয়ে যায়।’
জনতার কণ্ঠ 24 সংবাদ
নিউইয়র্কে গুরুত্বপূর্ণ রাস্তার নাম রাখা হলো ‘বাংলাদেশ স্ট্রিট’
অনলাইন ডেস্ক : বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে নিউইয়র্কের একটি ব্যস্ততম রাস্তার নামকরণ করা হয়েছে বাংলাদেশ …