Latest News
শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ।। ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে ডাকাতি মামলায় একজন গ্রেপ্তার

রাজাপুরে ডাকাতি মামলায় একজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির রাজাপুরে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামী হিসেবে মো. ইকবাল হাওলাদার (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাকে উপজেলার বারবাকপুর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার ককরা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। ইকবাল হাওলাদার রাজাপুর উপজেলার বারবাকপুর গ্রামের সিরাজ হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, গত ৩১জুলাই দিবাগত রাত দেড়টায় পার গোপালপুর গ্রামের দবির হোসেনের বাড়িতে একদল ডাকাত ডাকাতি করে ৭৩ হাজার টাকার মালামাল লুট করে নেয়। এ ঘটনায় দবির হোসেন বাদী হয়ে রাজাপুর থানায় মামলা দায়ের করেন।