স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুরে পূর্ব শত্রুতার জেরে কোরআনের হাফেজকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া যায়। তাঁর নাম মোহাম্মদ আলিমুল্লাহ। সে আদাখোলা গ্রামের সেলিম চৌকিদারের ছেলে। এ ঘটনায় আহতর বাবা রাজাপুর থানায় মামলা করেন।
আহতর পরিবার জানায়, গত শনিবার রাতে একই এলাকার বাসিন্দা মৃত জয়নাল আবদিন হাওলাদারের ছেলে সোহরাব হাওলাদার, তার স্ত্রী লাইজু বেগম ও তৈয়ব আলীর ছেলে লাল মিয়া হামলা চালায় কোরআনের হাফেজ মোহাম্মদ আলিমুল্লাহর ওপর। এসময় তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। চিৎকার শুনে স্থানীয়রা এসে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে রাজাপুর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে সে চিকিৎসাধীন আছেন।
মামলার বিবরণে জানা যায়, আহাত আলিমুল্লাহর পরিবারের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন বিরেধ চলছিল হামলাকারীদের সঙ্গে। বৃহস্পতিবার বাড়ির পাশের জমিতে মাছ শিকার করতে যায় আলিমুল্লাহর বড় ভাই অলিউল্লাহ। এ সময় প্রতিপক্ষের লোকজনের সঙ্গে তার ঝগড়া হয়।
এর জেরে শনিবার রাতে সোহরাব হাওলাদার ও তার স্ত্রী লাইজু বেগম এবং তৈয়ব আলীর ছেলে লাল মিয়া আলিমুল্লাহর ওপর অতর্কিত হামলা করে করেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …