স্টাফ রিপোর্টার, রাজাপুর :
ব্যাপক-উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঝালকাঠির রাজাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত কাউন্সিলে অধিবেশনে এএইচএম খায়রুল আলম সরফরাজকে সভাপতি, আফরোজা আক্তার লাইজুকে সিনিয়র সহসভাপতি ও জিয়া হায়দার খান লিটনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এর আগে সকালে অনুষ্ঠিত হয় সম্মেলন। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বজলুল হক হারুন। সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু তার বক্তব্যে বলেন, অনুপ্রবেশকারী ও দুর্নীতিবাজদের দলে কোন পদ দেওয়া হবে না। শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন করতে হবে। সকল মতভেদ ভুলে, ঐক্যবদ্ধ থেকে দলকে শৃঙ্খলাবদ্ধ ও সুসংগঠিত করতে হবে। বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশাল করার মাধ্যমে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরউজ্জামান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির, সম্মেলন সমন্বয়কারী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূরুল আমীন খান সূরুজ বক্তব্য দেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …