স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া এম এম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এডহক) সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন মো. মহিদুল ইসলাম। গত ২৬ নভেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল হকসহ অন্য শিক্ষকরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এদিন এক সভায় তাকে দায়িত্ব বুঝিয়ে দেন প্রধান শিক্ষক। বাঙালি জাতীয়তাবাদের অন্যতম প্রবক্তা ও বাংলার অবিসংবাদিত নেতা ‘বাংলার বাঘ’ অবিভক্ত বাংলার সাবেক মুখ্যমন্ত্রী শের-ই-বাংলা এ কে ফজলুল হকের জন্মস্থানে তিনি প্রতিষ্ঠা করে এ বিদ্যালয়টি। বিদ্যালয়ের দাতাদের মধ্যে অন্যতম ছিলেন মহিদুল ইসলামের পরিবার। গত ২৯ অক্টোবর বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ ছয় মাসের জন্য নতুন এডহক কমিটি গঠন করে। কমিটিতে মো. মহিদুল ইসলামকে সভাপতি নিযুক্ত করা হয়।
Home / শিক্ষাঙ্গণ / রাজাপুরের এমএম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব নিলেন মহিদুল ইসলাম
জনতার কণ্ঠ 24 সংবাদ
ঝালকাঠির আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির সদর উপজেলার ঐতিহ্যবাহী আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত …