স্টাফ রিপোর্টার, নলছিটি :
ঝালকাঠির নলছিটি পৌরসভার গৌরিপাশা গ্রামের মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল আকন (৭০) শনিবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বিকেলে তাঁর নিজ বাড়ির উঠানে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এসময় নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার ও নলছিটির মুক্তিযোদ্ধা তাইজুল ইসলাম দুলাল চৌধুরী উপস্থিত ছিলেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …