স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল হাওলাদার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার উত্তর জুরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল ওই গ্রামের মন্টু হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে কাল বৈশাখী ঝড়ে বিভিন্ন স্থানে গাছ উপড়ে বিদ্যুতের তার ছিড়ে পড়ে। ঝড়ো হাওয়া কমলে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের নালায় মাছ ধরতে যায় শিশু জামাল। এসময় বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে ঘটনা স্থলেই মৃত্যু হয় তার।
নিহতের বাবা মন্টু হাওলাদার বলেন, অনেক খোঁজাখুজির পর বাড়ির পাশের নালা থেকে বিদ্যুতের তারে জড়ানো অবস্থায় মালের মৃতদেহ উদ্ধার করা হয়।