স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী (সতন্ত্র) মেয়র প্রার্থী কে এম মাছুদ খান নারীকর্মীদের নিয়ে উঠান বৈঠক করেছেন। বুধবার বিকেলে শহরের আমানবাগ এলাকায় তাঁর বাসার সামনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নারীদের হাতে মোবাইল প্রতীকের লিফলেট তুলে তিনি। মাছুদ খান বলেন, প্রতিটি কেন্দ্রে পুরুষের পাশাপাশি নারীরাও পাহারা দিবেন। যদি কেউ ভোট কাটার চেষ্টা করে, সাথে সাথে প্রতিবাদ করবেন। ভোট আপনাদের অধিকার, কেউ যদি তা হরণের চেষ্টা করে তাদের ক্ষমা করা হবে না। সকাল থেকে রাত পর্যন্ত কেন্দ্র পাহারা দিয়ে প্রমাণ করতে হবে আপনারা সন্ত্রাস চান না।
পরে শহরের বিভিন্ন স্থানে নারী কর্মীরা মোবাইল প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করেন। কয়েকটি স্থানে লিফলেট বিতরণেও প্রতিপক্ষের বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …